প্রতিষ্ঠানের নগদ টাকা নিয়ে আত্মগোপনে

সাড়ে ছয় লাখ টাকাসহ ম্যানেজার আটক

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৯ অক্টোবর, ২০২২ at ৫:৪০ পূর্বাহ্ণ

একটি বেসরকারি প্রতিষ্ঠানের নগদ টাকা নিয়ে আত্মগোপনে চলে যাওয়া ম্যানেজারকে আটক করেছে কর্ণফুলী থানা পুলিশ। তার নাম ছৈয়দ মো. নূরুল আকবর (৩৬)। গতকাল তাকে আনোয়ারা থেকে গ্রেপ্তার করা হয়। পরে আকবরের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী কর্ণফুলী থানার জুলধায় তার শ্বশুর বাড়ি থেকে আত্মসাৎকৃত ছয় লাখ ৫২ হাজার ৫১০ টাকা উদ্ধার করা হয়। ধৃত আকবর পটিয়া উপজেলার পশ্চিমপাড়ার চৈয়দ বাড়ির মৃত আমিরুল ইসলামের ছেলে।

সিএমপির জনসংযোগ শাখার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সদ্য বিশ্ববিদ্যালয় থেকে পাস করা এক যুবক চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার চেষ্টায় শুরু করেন ই-মানি সার্ভিস ব্যবসা। প্রতিষ্ঠা করেন ‘ব্যাক অ্যন্ড প্যাক’ নামক প্রতিষ্ঠান।

গত ১৩ অক্টোবর প্রতিষ্ঠানের ম্যানেজার নূরুল আকবর টাকা নিয়ে আত্মগোপনে চলে যায়। এ ঘটনায় কর্ণফুলী থানায় একটি মামলা হয়েছে। অভিযোগ পাওয়ার ১৮ ঘণ্টার মধ্যে আকবরকে আটক করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকাট্টলীতে শেখ রাসেল মিনি স্টেডিয়াম উদ্বোধন
পরবর্তী নিবন্ধহাজতিকে ‘বিরানির প্যাকেট’ দিয়ে পালিয়ে যায় লোকটি