প্রতিবিম্ব

পুষ্পিতা সেন | মঙ্গলবার , ৬ ডিসেম্বর, ২০২২ at ৬:৩৫ পূর্বাহ্ণ

ঊর্ধ্বদেশে বার্ধক্যের উঁকি
আয়নায় পর্দা ফাঁস,
সময়ের ভালে জমছে ফাঁকি
বিন্দু দীর্ঘশ্বাস।

নয়া আয়না, এড়ানো যায় না
কিছুই রয় না চুপে
সুপ্ত বলীরেখা
বের করে আনে
ঠিকঠাক মেপে মেপে।

গ্রন্থিগুলোতে জমছে ক্লেদ,
যুঝতে পারে না ভেদ ও অভেদ।
আয়নার সমুখে এই আমিটা
প্রতিবিম্ব অবিচ্ছেদ।

পূর্ববর্তী নিবন্ধহেমন্ত কথন
পরবর্তী নিবন্ধদ্বিতীয় কোয়ার্টার ফাইনালের পুরস্কার বিতরণ