হেমন্ত কথন

তাহেরা বেগম | মঙ্গলবার , ৬ ডিসেম্বর, ২০২২ at ৬:৩৪ পূর্বাহ্ণ

হেমন্ত এসেছে কৃষকের হাসিতে
আর শিউলির বোটায়
কামিনী দোলন চাঁপার শাখে।
হেমন্ত এসেছে শীতের হালকা কুয়াশার চাদরে
ভিজিয়ে দিতে ঘাসের ডগাকে শিশিরে।

হেমন্ত তুমি এসেছ শরতের বিদায় বেলায়
হালকা কুয়াশার জোনাকির আলোতে
আলো আধারি কুয়াশা মেখে শিশির ভেজা পথে।
তুমি প্রাচুর্যে ভরিয়ে দিয়েছ অশোক
দেবকাঞ্চন আর ছাতিমের বন
গোলাভরা ধানে কৃষকের উচ্ছাসিত মন।

রূপসী হেমন্ত তুমি নিয়ে এসেছ কৃষকের ধান ভানা গান
অন্নদাত্রী লক্ষ্মী হয়ে ভরিয়েছ সবার প্রাণ।
তোমার প্রাচুর্যময়ী স্নিগ্ধ রূপে
আমি খুঁজে পাই এক মমতাময়ী নারীর কমনীয় রূপ।

সৌম্য হেমন্ত তোমার আগমনে আত্মহারা কৃষক
কল্যাণদাত্রী হেমন্ত তুমি শীতের পথ প্রদর্শক।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপ ছেড়ে ঘরে ফিরলেন রাহিম স্টার্লিং
পরবর্তী নিবন্ধপ্রতিবিম্ব