প্রতিবন্ধীদের লালন পালনে অভিভাবকদের প্রশিক্ষণ

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ নভেম্বর, ২০২১ at ১০:৫৮ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় করোনাকালীন অটিজম, সেরিব্রাল পালসি,ডাউন সিনড্রোম ও বুদ্ধি প্রতিবন্ধীদের লালন পালনে অভিভাবকদের দক্ষতা বৃদ্ধিমূলক তিনদিন ব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা বিআরডিবি সম্মেলন কক্ষে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবিব জিতু।
উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির সহায়তায় কর্মসূচি বাস্তবায়ন করছে উপজেলা সমাজ কল্যাণ কমিটি। সমাজসেবা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হানিফ এবং বিআরডিবির চেয়ারম্যান আরমান বাবু রোমেল।বক্তারা বলেন, সরকার প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধীদের ঘৃণা না করে আন্তরিকতা দেখাতে হবে। খেলাধুলার মাধ্যমে তাদের শারিরিক ও মানসিক বিকাশ ঘটাতে হবে।

পূর্ববর্তী নিবন্ধআনজুমানে আশেকানে মদিনায় কাল মাহফিল
পরবর্তী নিবন্ধশিল্পকলা একাডেমিতে ঋতুভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান আজ