প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী হাজী ইব্রাহিমের বাসায় গিয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির অনন্য উদাহরণ স্থাপন করেছেন ২নং জালালাবাদ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বর্তমান কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ সাহেদ ইকবাল বাবু।
আজ তিনি তার গণসংযোগ ও প্রচারণার অংশ হিসেবে মেয়র প্রার্থীর নৌকা ও তার ঝুড়ি প্রতীকের সমর্থনে ভোট চাইতে আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী হাজী ইব্রাহিমের বাসায় যান। এসময় তিনি হাজী ইব্রাহিমকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানান।
হাজী ইব্রাহিমের বাসায় সাহেদ ইকবাল বাবুর শুভেচ্ছা জানাতে যাওয়ার সময় তার সাথে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীর বাসায় আরেক কাউন্সিলর প্রার্থী সাহেদ ইকবাল বাবুর শুভেচ্ছা জানাতে যাওয়ার এমন সৌহার্দ্যপূর্ণ আচরণে এলাকার জনসাধারণ ও ভোটারদের মধ্যে নির্বাচন ও প্রার্থী সম্পর্কে ইতিবাচক ধারণার জন্ম দিয়েছে।