প্রতিদিন অফিসে আসতে চান না বেশিরভাগ গুগল কর্মী

| শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২০ at ৭:৫২ পূর্বাহ্ণ

 

দীর্ঘ মেয়াদে কর্মীদের কাজের সুযোগগুলো নিয়ে নতুন করে চিন্তা করছে গুগল। বেশিরভাগ কর্মীই পূর্ণকালীন অফিসে ফিরতে চাচ্ছেন না বলেই পুনর্বিবেচনা করছে সার্চ ইঞ্জিন জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি। সিএনবিসি’র প্রতিবেদন বলছে, সমপ্রতি গুগলের এক জরিপে দেখা গেছে, কোনো এক সময়ে অফিসে ফিরতে চান ৬২ শতাংশ গুগল কর্মী, তবে প্রতিদিন নয়। গত বুধবার টাইম ম্যাগাজিনের সঙ্গে এক সাক্ষাৎকারে প্রতিষ্ঠান প্রধান সুন্দার পিচাই বলেছেন, ‘হাইব্রিড’ মডেল নিয়ে কাজ করছে গুগল। অফিস নতুন করে সাজানো এবং বাসা থেকে কাজের আরও দীর্ঘ মেয়াদী পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি। খবর বিডিনিউজের। পিচাই বলেছেন, আমি দেখছি ভবিষ্যত আরও নমনীয় হচ্ছে। আমাদের বিশ্বাস, যখন আপনাকে কঠিন সমস্যা সমাধান করতে হয় এবং নতুন কিছু বানাতে হয় তখন একসঙ্গে থাকা এবং সামাজিক অনুভূতি থাকাটা অনেক গুরুত্বপূর্ণ। আমরা দেখছি না এতে কোনো পরিবর্তন আসছে। তবে আমরা মনে করি আমাদের আরও নমনীয় এবং হাইব্রিড মডেলে যেতে হবে। করোনাভাইরাস মহামারী কাটিয়ে কর্মীদেরকে কীভাবে কর্মক্ষেত্রে ফেরানো যায় সে বিষয়ে আরও বিস্তারিত পরিকল্পনা জানাতে শুরু করেছে গুগল।

পূর্ববর্তী নিবন্ধউড়লো বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত বাণিজ্যিক বিমান
পরবর্তী নিবন্ধচলে গেলেন প্রখ্যাত সংগীতশিল্পী এসপি বালা সুব্রামানিয়াম