প্রতিটা ক্ষেত্রে ছেলেমেয়েদের সমান গুরুত্ব দিতে হবে

এ কে সিদ্দিকী বালিকা বিদ্যালয়ে শিক্ষা উপমন্ত্রী

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩০ ডিসেম্বর, ২০২১ at ৫:৫০ পূর্বাহ্ণ

শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, শিক্ষাসহ প্রত্যেক ক্ষেত্রে ছেলেমেয়ে উভয়কে সমান গুরুত্ব দিতে হবে। কারণ উভয়কে সমান গুরুত্ব না দিলে দেশের উন্নয়নসহ নানা ক্ষেত্রে দেশ পিছিয়ে পড়বে। প্রতিযোগিতার এই বিশ্বে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে শিক্ষার বিকল্প নেই। সরকার শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব দিয়ে শিক্ষার উন্নয়নে কাজ করছে।
গত মঙ্গলবার হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের এ কে সিদ্দিকী বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিদ্যালয় চত্বরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি, উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান অধ্যাপক প্রদীপ চক্রবর্তী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চলের পরিচালক অধ্যাপক হোসাইন আহমেদ আরিফ এলাহী, ইউএনও মো. শাহিদুল আলম, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ-সচিব বেলাল আহম্মদ, শিক্ষক প্রশিক্ষণ কলেজের শিক্ষক শামসুদ্দিন শিশির। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক রত্না রানী চক্রবর্তী।

পূর্ববর্তী নিবন্ধ‘মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে বিপন্ন হবে আমাদের অস্তিত্ব’
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে করোনায় নতুন শনাক্ত ১৬ জন