প্রতারণা

পারভীন রব্বানী | সোমবার , ১৯ সেপ্টেম্বর, ২০২২ at ৫:১২ পূর্বাহ্ণ

‘প্রতারণা’, নৈতিক অবক্ষয়ের একটি নাম। সমাজের রন্ধ্রে রন্ধ্রে এর ডালপালা ছড়িয়ে আছে। অসদুপায় পথ অবলম্বন করে অন্যকে ফাঁকি বা ধোঁকা দিয়ে নিজের সুবিধা আদায় করাই হচ্ছে প্রতারণার মূল লক্ষ্য।
বিশ্বাস ভঙ্গ করা, খাবারে ভেজাল মেশানো, ওজনে কম দেওয়া, জাল টাকা তৈরী, জাল সার্টিফিকেট… ইত্যাদি নানারকম কুকর্ম করে সাধারণ মানুষকে প্রতারণা করা আমরা অহরহ দেখতে পাচ্ছি। আমি বা আমরা ক্রমাগত প্রতারিত হচ্ছি কোন না কোনভাবে। ভুয়া সার্টিফিকেট ধারী ইঞ্জিনিয়ার, চিকিৎসক…এমনকি মানুষের দুর্বলতম জায়গা হাসপাতালেও প্রতারকরা হাত বিছিয়ে রেখেছে। করোনাকালীন সময়ে এই ধরনের বহু প্রমাণ আমরা দেখেছি। ঘুষ খাওয়া, বিভিন্ন ব্যাংক, প্রতিষ্ঠানের টাকা লুট, ক্রেডিট কার্ড জালিয়াতি… বলা চলে তৃণমূল থেকে বটবৃক্ষ… সব জায়গায় প্রতারণার জাল ছড়ানো। কিছু অসাধু তরুণ, ধনী পরিবারের সন্তান হওয়ার সুবাদে বিবাহ বহির্ভূত বিভিন্ন সম্পর্ক এবং অসামাজিক কার্যকলাপে জড়িয়ে আছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকা সত্ত্বেও এই নৈতিক স্খলনের জন্য দায়ী পারিবারিক শিক্ষার অভাব। কিছু মধ্যবিত্ত এবং গরীব ঘরের সন্তানেরাও একই পথের পথিক। মদ, জুয়া ড্রাগ এবং প্রতারণার আশ্রয় নিয়ে নানাভাবে মেয়েদের হয়রানি করা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শাস্তির জাল কেটে বেরিয়ে আসে এরা অনায়াসে। প্রবঞ্চনা, শঠতা, ছলচাতুরী.. প্রতারণার অপর নাম। এটা সমাজদ্রোহী অপরাধ এবং অত্যন্ত ঘৃণিত ও গর্হিত কাজ। প্রতারণা মিথ্যাচারের শামিল। বলা যায়, মিথ্যাচার থেকেও এটা জঘন্য কাজ। “প্রতারণা করা কিছু কিছু মানুষের স্বভাব,এটা তাদের ভুল নয়।” তবে এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তবেই না আমরা শুদ্ধ মানুষ হতে পারবো।

পূর্ববর্তী নিবন্ধপ্রজন্ম থেকে প্রজন্মান্তরে আজাদী বেঁচে থাকবে সবার হৃদয়ে
পরবর্তী নিবন্ধশ্রদ্ধাঞ্জলি: তবলাগুণী বিজন চৌধুরী