কবিতার শব্দেরা–
হৈমন্তীর অবাধ দুপুরে
রূপোলী রোদে স্নান–সাঁতারে নিমগ্ন!
কঠিনতার দানা বেঁধে শুভ্রমেঘ আজ
ঠাঁই দাঁড়িয়ে আছে, নগ্ন আকাশের বুকে!
কৃষকের ঠোঁটের কোণে ঢেউ খেলছে
আশা জাগানিয়া হাসির বক্ররেখা!
দিগন্ত জোড়া মাঠের প্রান্ত ছুঁয়ে লুটোপুটি
খেলায় মত্ত, শালিক–ময়নার ঝাঁক।
বাড়ির উঠোন প্রান্তে বেড়ে ওঠা গাঁদা ফুলের
পাপড়িগুলো উন্মুখ শিশিরের অপেক্ষায়!
বউকথাকউ পাখির মুখে নবান্নের বন্দনা,
গ্রামের আলপথের গায়ে শুকনো মাটির গন্ধ!
এই যেনো পৃথিবীকে নবান্নের আগমনী বার্তায়
আমন্ত্রণ পাঠিয়ে প্রকৃতির লেখা খোলা চিঠি।