গত ৮ জুন দৈনিক আজাদী পত্রিকায় প্রকাশিত ‘অসামাজিক কার্যকলাপ– আতুরার ডিপু থেকে ৫ নারীসহ আটক ৬’ শীর্ষক প্রতিবেদনে ‘দি হেলথ ভিউ ডায়াগনস্টিক সেন্টারের’ নাম আসায় প্রতিবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মক্কা ম্যানসন নামের একটি ভবনের ১ম ও ২য় তলা চুক্তিভিত্তিক ভাড়ায় নিয়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছে দি হেলথ ভিউ ডায়াগনস্টিক সেন্টার। কিন্তু হেলথ ভিউ ডায়াগনস্টিক সেন্টারের ৫ম তলা থেকে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়েছে মর্মে সংবাদ প্রকাশিত হয়েছে– যেখানে ওই ভবনটি কোনোভাবেই দি হেল ভিউ ডায়াগনস্টিক সেন্টারের মালিকানাধীন নয়, এবং ভবনটির কোনো ফ্ল্যাট, কক্ষ বা ফ্লোর ভাড়া দেওয়ার জন্য দি হেলথ ভিউ ডায়াগনস্টিক সেন্টার যথাযথ কর্তৃপক্ষ না।
প্রতিবেদকের বক্তব্য : উল্লেখিত প্রতিবেদনটি সিএমপি থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির আলোকে প্রকাশ করা হয়েছে। সিএমপির প্রেস বিজ্ঞপ্তিতেই ‘দি হেলথ ভিউ ডায়াগনস্টিক সেন্টারের’ নাম উল্লেখ করা হয়েছে। এখানে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই।