প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

| বুধবার , ৯ জুন, ২০২১ at ৭:৩৪ পূর্বাহ্ণ

দৈনিক আজাদী পত্রিকার প্রথম পাতায় গতকাল মঙ্গলবার প্রকাশিত ‘জালিয়াতিতে যখন সিঅ্যান্ডএফ এজেন্ট’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে চিটাগাং কাস্টমস ক্লিয়ারেন্স অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশন (সিঅ্যান্ডএফ)। সংগঠনটির সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু স্বাক্ষরিত এক প্রতিবাদ লিপিতে বলা হয়েছে- প্রতিবেদনে কিছু তথ্য থাকলেও এর অসম্পূর্ণতা একটি শতভাগ শিক্ষিত ব্যবসায়ী সম্প্রদায়কে হেয় প্রতিপন্ন করার প্রচেষ্টা বলে আমি মনে করি। প্রতিবেদনে শুধুমাত্র সিঅ্যান্ডএফ এজেন্টসমূহের নাম উল্লেখ করলেও অসাধু আমদানিকারক ও অসাধু কর্মকর্তাদের নাম গোপন করা হয়েছে। ফলে প্রতিবেদনটির অনুসন্ধানী চরিত্র ক্ষুণ্ন হয়েছে। সংবাদটির শিরোনামটিতে স্পষ্ট হয় যে, প্রতিবেদনটিতে সিঅ্যান্ডএফ এজেন্ট সম্প্রদায়ের চরিত্র হননের চেষ্টা করা হয়েছে।
প্রতিবেদকের বক্তব্য : প্রতিবেদনে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই। বিগত সময়ে কাস্টমসে দোষী সাব্যস্ত হওয়া সিঅ্যান্ডএফ এজেন্টদের নাম উল্লেখ করা হয়েছে। এখানে প্রকৃত ও সৎ ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো মন্তব্য করা হয়নি। বিগত পাঁচ অর্থবছরে বিভিন্ন জাল-জালিয়াতি এবং অনিয়মের কারণে ৯৭টির লাইসেন্স স্থগিত এবং ৮টির চূড়ান্ত বাতিল করার বিষয়টি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গুটিকয়েক অসাধু প্রতিষ্ঠানের নাম উল্লেখ করার মাধ্যমে পুরো ব্যবসায়ী সম্প্রদায়কে হেয় করার অভিপ্রায় প্রতিবেদকের ছিল না।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী আহত
পরবর্তী নিবন্ধসমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ