পৌরসভা হওয়ার ২২ বছর পর ‘আলো’ আসছে সড়কে

রাঙ্গুনিয়ার ইছামতী গ্রাম

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ৩১ ডিসেম্বর, ২০২২ at ৪:৫৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া পৌরসভার জনবহুল গ্রাম ইছামতী। পৌরসভা প্রতিষ্ঠার ২২ বছর অতিবাহিত হলেও রাঙ্গুনিয়া কলেজ গেট সড়ক থেকে এই গ্রামে যাতায়াতের প্রধান সড়কটি এতদিন অন্ধকারে নিমজ্জিত ছিল। পৌরসভার প্রতিটি গ্রাম সড়ক আলোকিত হলেও এই সড়কে স্থাপিত হয়নি কোনো লাইটপোস্ট। এতে রাতে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো এলাকাবাসীকে। অবশেষে সড়কটিতে স্থাপিত হতে যাচ্ছে ১৫টি লাইটপোস্ট।

গতকাল শুক্রবার বিকালে সড়কটিতে লাইটপোস্ট স্থাপন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোহাম্মদ ওমর ফারুক তালুকদার, উপজেলা তাতীলীগের আহ্বায়ক মোরশেদ তালুকদার, উত্তর জেলা ছাত্রলীগের সহসভাপতি বাবলা তালুকদার, মোহাম্মদ ওয়াকিল আহমেদ, নাসির উদ্দিন, মোহাম্মদ শাহ, জাফর আহাম্মদ, লিয়াকত আলী, মোহাম্মদ বাবর, মো. তফু, মোহাম্মদ আলী, মো. দিদার আলম, মো. রিদোয়ান, মো. এমরান, লাল মিয়া প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধচীন-রাশিয়া সম্পর্ক ইতিহাসে সর্বশ্রেষ্ঠ : পুতিন
পরবর্তী নিবন্ধবন্দরে চুরি মামলার আসামি গ্রেপ্তার