পেনশন ভোগরত অবস্থায় ২য় বিয়ে করলে স্বামী-স্ত্রীর পেনশন নয়

| শুক্রবার , ১৯ মার্চ, ২০২১ at ৬:১৮ পূর্বাহ্ণ

পেনশন ভোগরত অবস্থায় দ্বিতীয় বিয়ে করলে স্বামী বা স্ত্রী পারিবারিক পেনশন পাবে না বলে জানিয়েছে সরকার। এ নিয়ে ২০১৮ সালের ১ এপ্রিলের অর্থ বিভাগের স্পষ্টীকরণ চিঠি সমপ্রতি হিসাব মহানিয়ন্ত্রকের কাছে পাঠানো হয়েছে। খবর বাংলানিউজের। ‘পেনশন ভোগরত অবস্থায় ২য় বিয়ে করলে পেনশনারের মৃত্যুর পর ২য় স্ত্রীর পারিবারিক পেনশন প্রাপ্যতা প্রসঙ্গে’ চিঠিতে বলা হয়েছে, অর্থ বিভাগের স্মারকটির বিষয়ে স্পষ্টীকরণের লক্ষ্যে নিম্নরূপ সিদ্ধান্ত নির্দেশক্রমে জানানো হলো: ‘পেনশন ভোগরত অবস্থায় ২য় বিয়ে বন্ধনে আবদ্ধ হলে পেনশনারের মৃত্যুর পর তার ২য় স্ত্রী/স্বামী পারিবারিক পেনশন প্রাপ্য হবেন না। ’

পূর্ববর্তী নিবন্ধস্বর্ণ চোরাচালান মামলায় যুবকের ৫ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধজননেত্রী শেখ হাসিনা পরিষদের সভা