পেট্রলের মজুদ ফুরাচ্ছে শ্রীলঙ্কায় নতুন চালান আড়াই সপ্তাহ পর

| মঙ্গলবার , ৫ জুলাই, ২০২২ at ৮:১২ পূর্বাহ্ণ

সাত দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকট মোকাবেলা করা শ্রীলঙ্কার জ্বালানি তেলের মজুদ নিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রী। স্বাভাবিক চাহিদা বিবেচনায় নিলে দ্বীপদেশটির হাতে এখন একদিনেরও কম পেট্রল আছে, অন্যদিকে আড়াই সপ্তাহের আগে পরবর্তী চালানও পৌঁছানোর কথা নয়। রোববার কাঞ্চনা ভিজেসেকেরা এমনটাই বলেছেন বলে জানিয়েছে বিবিসি। জ্বালানি, খাবার ও ওষুধের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিস আমদানির অর্থ পরিশোধে সংগ্রাম করা শ্রীলঙ্কা গত সপ্তাহে জরুরি নয় এমন যানবাহনে পেট্রল ও ডিজেল বিক্রি স্থগিত করেছে। রোববার ভিজেসেকেরা সাংবাদিকদের জানান, তাদের কাছে এখন ১২ হাজার ৭৭৪ টন ডিজেল ও চার হাজার ৬১ টন পেট্রোল আছে। খবর বিডিনিউজের।

পেট্রলের পরবর্তী চালান ২২২৩ জুলাইয়ের মধ্যে পাওয়া যাবে আশা করছি, বলেন তিনি। ডিজেলের একটি চালান এই সপ্তাহের শেষদিকে পৌঁছাবে বলে আশা করলেও ভিজেসেকেরা সতর্ক করে দিয়ে বলেছেন, পর্যাপ্ত জ্বালানি ও অপরিশোধিত তেল আমদানির ক্ষেত্রে যথেষ্ট অর্থ শ্রীলঙ্কার হাতে নেই। জ্বালানি কিনতে শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংক এখন কেবলমাত্র ১২ কোটি ৫০ লাখ ডলার দিতে পারবে, যা জ্বালানির পুরো চালান খালাসের জন্য প্রয়োজনীয় ৫৮ কোটি ৭০ লাখ ডলারের চেয়ে অনেক কম। এ বছর জ্বালানি দেওয়া ৭ সরবরাহকারী দেশটির কাছে এখনও ৮০ কোটি ডলার পায় বলেও জানিয়েছেন ভিজেসেকেরা।

শ্রীলঙ্কা ব্যক্তিগত যানবাহনে জ্বালানি তেল বিক্রিতে আগামী সপ্তাহ পর্যন্ত নিষেধাজ্ঞা দেওয়ার পর দেশটির জ্বালানি তেল ফুরিয়ে যাওয়ার এ খবর এল। বিশেষজ্ঞদের ধারণা, ১৯৭০ এর দশকের তেল সংকটের সময় যুক্তরাষ্ট্র ও ইউরোপে জ্বালানি তেল রেশনিংয়ের পর সম্ভবত শ্রীলঙ্কাই প্রথম দেশ যারা সাধারণ মানুষের কাছে পেট্রল বিক্রি বন্ধ করল। নিত্যপ্রয়োজনীয় পণ্য আমদানির অর্থ পরিশোধে পর্যাপ্ত বিদেশি মুদ্রা না থাকায় ১৯৪৮ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভের পর সোয়া দু্‌ই কোটি জনসংখ্যার দ্বীপদেশটি এখনই সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকট পার করছে।

জ্বালানি, খাবার এবং ওষুধের ব্যাপক ঘাটতি শ্রীলঙ্কায় জীবনযাত্রার ব্যয়কে রেকর্ড উচ্চতায় পৌঁছে দিতে সাহায্য করেছে। পরিস্থিতি মোকাবেলায় শ্রীলঙ্কা কয়েক সপ্তাহ ধরেই বিদেশি বিভিন্ন রাষ্ট্র ও সংস্থার দ্বারে দ্বারে ঘুরছে।

পূর্ববর্তী নিবন্ধডেনমার্কে মার্কেটে বন্দুকধারীর গুলিতে নিহত ৩
পরবর্তী নিবন্ধইউক্রেনের শস্য ‘চুরি, রুশ কার্গো জাহাজ আটক করল তুরস্ক