পেঁয়াজ

জিললুর রহমান | রবিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:৩১ পূর্বাহ্ণ

পেঁয়াজের ভেতরে ভেতরে থাকে পর্দার অন্তরালের পর্দা
যেন কোনো মহামূল্য বীজ শত কাপড়ের অভ্যন্তরে
নিজেকে রক্ষার জন্যে অনন্ত গভীরে বাস করে

শত জনমের শত অশ্রুধারা ধরে রাখে
পেঁয়াজের সব পাতলা খোসার ভেতর

পেঁয়াজ জড়িয়ে যেন দ্রৌপদীর শাড়ি
অভ্যন্তরে কেবল কান্নার ঝাঁঝ- নারীর নদীর
পেঁয়াজের থাকে না দ্রাঘিমা রেখা থাকে না কর্কটক্রান্তি

পূর্ববর্তী নিবন্ধসন্ধ্যা সাগরের নোনা হাওয়া
পরবর্তী নিবন্ধআমাকে ডাকে না কেউ