শেখ হাসিনা মানে উন্নয়ন, গণতন্ত্র, শান্তি ও সমৃদ্ধির প্রতীক। দেশের এ উন্নয়নের অগ্রগতি অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার বিকল্প নেই। শেখ হাসিনা মানে উন্নয়নের বাংলাদেশ। বিশ্ব নেতাদের মধ্যে একমাত্র নেতা জননেত্রী শেখ হাসিনা, যিনি সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন। বাংলাদেশ জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকাভুক্ত হয় ১৯৭৫ সালে। স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশের অন্তর্ভুক্ত হতে ৩টি শর্ত রয়েছে। ২০১৮ সালে প্রথমবারের মতো বাংলাদেশ ৩টি শর্তই পূরণ করে। ২০২১ সালেও ৩টি শর্ত পূরণে প্রয়োজনীয় দক্ষতা দেখিয়েছে বাংলাদেশ।
মূলত প্রান্তিক পর্যায়ে লাখ লাখ মানুষের কর্মসংস্থান এবং উৎপাদন, রফতানি বৃদ্ধি সবমিলিয়েই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়েছে বাংলাদেশে। কৃষি খাতে বড় ভূমিকা রাখলেও ৮০’র দশক থেকে সেখানে মূল ভূমিকা রাখতে শুরু করে শিল্প খাত। আরো নির্দিষ্ট করে বললে তৈরি পোশাক খাত। রফতানি এবং কর্মসংস্থান দুটো ক্ষেত্রেই তৈরি পোশাক খাতের বড় ভূমিকা রয়েছে। শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্বে সুউচ্চ মর্যাদার আসনে নিয়ে গেছেন। সারা বিশ্বের প্রভাবশালী রাষ্ট্রনেতারা ভূয়সী প্রশংসা করছেন। নেতৃত্ব গুণে তিনি আজ সারা বিশ্বে সমাদৃত। দুর্দমনীয় অসীম সাহসে করোনা মোকাবেলা করে পেয়েছেন আন্তর্জাতিক স্বীকৃতি। সারা পৃথিবী যখন থমকে গেছে তখনও বাংলাদেশের অগ্রযাত্রা থেমে নেই। আওয়ামী লীগ সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনা জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আজ সারা বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থাশীল। বাংলাদেশ উন্নয়নের রূপকার হিসেবে দেশরত্ন শেখ হাসিনা পৃথিবীর মানচিত্রে সত্যিই এক উদাহরণ হয়ে থাকবে।