পুলিশ হেফাজতে মৃত্যু প্রসঙ্গে

| শুক্রবার , ১২ মার্চ, ২০২১ at ৮:৫৮ পূর্বাহ্ণ

প্রায়ই থানা কিংবা কারাগারে পুলিশ হেফাজতে নির্যাতনে মৃত্যুর ঘটনা ঘটছে। অপরাধী যতই ভয়ংকর হোক তাকে বিনা বিচারে পুলিশ হেফাজতে পিটিয়ে মেরে ফেলা হলে দেশের প্রচলিত আইনে পুলিশকে খুনী সাব্যস্ত হতে হয়। তাই জনমনে প্রশ্ন না উঠে পারছে না পুলিশ হেফাজতে মৃত্যু কি ঘটতেই থাকবে? দেশের প্রচলিত আইন কি পুলিশের ক্ষেত্রে প্রযোজ্য নয়? পুলিশ রিমাণ্ডে অভিযুক্তদের উপর নির্যাতন চালানো গর্হিত ও দণ্ডনীয় অপরাধ। তথাপি এ ধরনের অভিযোগ দিন দিন বেড়েই চলেছে। অপরাধী শনাক্ত করতে পুলিশ সাধারণত যে সমস্ত প্রক্রিয়া অনুসরণ করে থাকে তার সবটাই আইনানুগ নয়। বরং কোন-কোনটি আইন বিরুদ্ধে। এক শ্রেণির পুলিশ আটক ব্যক্তিদের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করতে গিয়ে এমন নির্যাতন চালায় যে কোন ক্ষেত্রে তা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। পুলিশের ভূমিকা হচ্ছে দেশের প্রচলিত আইন অনুসরণের মাধ্যমে অপরাধ ও অপরাধী শনাক্তকরণ এবং অপরাধ দমনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, গুরুতর কোন অপরাধ তদন্তের প্রয়োজনে যুক্তি সংগত সন্দেহের কারণে কোন ব্যক্তিকে গ্রেফতার করা যেতে পারে। তাই বলে তার উপর অমানবিক নির্যাতনমূলক কোন ব্যবস্থা গ্রহণ করা শুধু আইন বিরুদ্ধেই নয়। এটা জাতিসংঘের মানবাধিকার সনদেরও বিরোধী।
এম. এ. গফুর, বলুয়ার দীঘির দক্ষিণ-পশ্চিম পাড়,
কোরবানীগঞ্জ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধকৌতুক কণিকা
পরবর্তী নিবন্ধ‘পদ্মাপুরাণের’ গান প্রকাশ্যে