পুরো দনবাসের নিয়ন্ত্রণ দখলের পথে এগুচ্ছে রাশিয়া

সমগ্র লুহানস্ক কব্জায়, মহাকাশেও উদ্‌যাপন রুশদের

| মঙ্গলবার , ৫ জুলাই, ২০২২ at ৮:১৩ পূর্বাহ্ণ

লিসিচানস্ক শহর দখলের মাধ্যমে ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে চলে যাবার পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ অভিযান অব্যাহত রাখার জন্য তার প্রতিরক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন। রুশ টিভিতে দেখা যায়, পূর্বঅনুমোদিত পরিকল্পনা অনুযায়ী লক্ষ্য অর্জনের প্রয়াস চালিয়ে যাবার জন্য রুশ বাহিনীর প্রতি আহ্‌বান জানান মি. পুতিন। রাশিয়ার লক্ষ্য হচ্ছে পুরো ডনবাস অঞ্চলটির পূর্ণ নিয়ন্ত্রণ নেয়া বলছেন লুহানস্কের গভর্নর। রুশ বাহিনীর প্রচণ্ড আক্রমণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পূর্ব ইউক্রেনীয় শহর লিসিচানস্কের পতনের পর, গতকাল সোমবার রুশ প্রতিরক্ষামন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন যে পুরো লুহানস্ক অঞ্চল এখন মুক্ত। মি. পুতিন লুহানস্ককে মুক্ত করার জন্য রুশ বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি অবশ্য লিসিচানস্ককে রুশদের দখল থেকে মুক্ত করা হবে বলে প্রতিজ্ঞা করেছেন। লুহানস্কের গভর্নর সেরহি হাইদাই বলেছেন, তার ধারণা মস্কো এখন দোনেৎস্ক অঞ্চলের স্লোভিয়ানস্ক এবং বাখমুটএই শহর দুটোর ওপর আক্রমণ কেন্দ্রীভূত করবে। সেখানে ইতোমধ্যেই গোলাবর্ষণ শুরু হয়েছে। স্লোভিয়ানস্ক শহরের আকাশে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যাচ্ছে বলে বিবিসির সংবাদদাতা জোনাথন বিল জানিয়েছেন। রোববারই রুশ কামানের গোলায় দুটি শিশু সহ ৬ জন বেসামরিক লোক নিহত এবং আরো ১৯ জন আহত হয়। লিমান নামে একটি নিকটবর্তী ছোট শহর ইতোমধ্যেই রুশ বাহিনী দখল করে নিয়েছে। ক্রামাটরস্ক শহরটিও এখন লিসিচানস্কের দিক থেকে অগ্রসরমান রুশ বাহিনীর কামানের পাল্লার মধ্যে এসে গেছে। পূর্ব ইউক্রেনের লুহানস্ক অঞ্চল কব্জায় আসার সুসংবাদকে উদ্‌যাপন করছেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের রুশ নভোচারীরাও। ফেব্রুয়ারিতে ইউক্রেনে তাদের ভাষায় বিশেষ সামরিক অভিযান শুরুর সময় রাশিয়া যে ক’টি লক্ষ্য নির্ধারণ করেছিল, দনবাসকে ইউক্রেনীয় বাহিনীর হাত থেকে মুক্ত করা ছিল তার অন্যতম। লুহানস্ক আর এর পার্শ্ববর্তী দোনেৎস্ক অঞ্চল নিয়েই শিল্পসমৃদ্ধ দনবাস, যে কারণে লুহানস্কের পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ পাওয়াকে মস্কোর বড় ধরনের বিজয় হিসেবেই দেখা হচ্ছে। রুশ মহাকাশ সংস্থা রসকসমস লুহানস্কে মস্কোর বিজয়কে পৃথিবী ও মহাকাশ উভয় জায়গাতে উদ্‌যাপনের মতো মুক্তির দিন হিসেবে উল্লেখ করেছে। খবর বিডিনিউজের।

সংস্থাটি এ উপলক্ষে বেশ কিছু ছবিও প্রকাশ করেছে যেখানে হাস্যোজ্জ্বল তিন মহাকাশচারী ওলেগ আরতেমেয়েভ, ডেনিস মাতভিভ ও সের্গেই কোর্সাকভকে রাশিয়ার স্বীকৃতি পাওয়া দুই প্রজাতন্ত্র লুহানস্ক পিপলস রিপাবলিক ও দোনেৎস্ক পিপলস রিপাবলিকের পতাকা ধরে রাখতে দেখা যাচ্ছে। লুহানস্ক অঞ্চলের দখলে থাকা অংশের বাসিন্দাদের জন্য এটি সেই দীর্ঘপ্রতীক্ষিত দিন, যার জন্য তারা ৮ বছর ধরে অপেক্ষা করেছে। আমরা নিশ্চিত যে ৩ জুলাই, ২০২২ গণপ্রজাতন্ত্রী লুহানস্কের ইতিহাসে চিরকাল থাকবে, মেসেজিং অ্যাপ টেলিগ্রামে বলেছে রসকসমস।

পূর্ববর্তী নিবন্ধইউক্রেনের শস্য ‘চুরি, রুশ কার্গো জাহাজ আটক করল তুরস্ক
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে পিকআপ বোঝাই সেগুন কাঠ জব্দ