‘পুতুল’-এর অর্থ ব্যয় হবে ‘আদিম’ চলচ্চিত্রে

| মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর, ২০২০ at ৪:৫৫ পূর্বাহ্ণ

.‘আদিম’ চলচ্চিত্রের ব্যয়ভার মেটাতে ‘পুতুল’ নামে আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের উন্মুক্ত প্রদর্শনী করছেন তরুণ নির্মাতা যুবরাজ শামীম। গণঅর্থায়নে নির্মিত ‘আদিম’ চলচ্চিত্রটির শুটিং শেষে এখন সাউন্ড ও কালারের কাজ চলছে বলে জানান নির্মাতা। যুবরাজ শামীম বলেন, “বাকি কাজ শেষ করতে অর্থের প্রয়োজন। খবর বিডিনিউজের।

অর্থ সংগ্রহ করতে আমার আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পুতুল’ অনলাইন প্ল্যাটফর্ম লাগভেলকিতে উন্মুক্ত করেছি। সেটি দেখে দর্শকদের কাছ থেকে প্রাপ্ত অর্থ সিনেমার পেছনে ব্যয় করা হবে। সিনেমাটির সাউন্ড এবং কালারের কাজ করছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত সম্পাদক সুজন মাহমুদ। ২০১৮ সালে গণঅর্থায়নে নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আদিম’এর দৃশ্যধারণ শুরু করেছিলাম তিনি। ‘পুতুল’ তার ক্যারিয়ারের শুরুর দিকের কাজ। ২০১২ সালে শুটিং শুরু করে ২০১৪ সালে এসে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির কাজ শেষ হয়। পুতুল’ বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত শেখ রাসেল জাতীয় চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরষ্কার পায়। এছাড়া সিনেমাটি লন্ডন এবং মিশরের দুটি আন্তজার্তিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইউটিউব থেকে আয়ের উপায়
পরবর্তী নিবন্ধচলচ্চিত্রে শিলার অভিষেক