পুকুরিয়ায় আ.লীগের সমাবেশে হামলার ঘটনায় মামলা

বাঁশখালী প্রতিনিধি | শুক্রবার , ২১ জুলাই, ২০২৩ at ৫:২০ পূর্বাহ্ণ

বাঁশখালীর পুকুরিয়ায় আওয়ামী লীগের সমাবেশে হামলার ঘটনায় ২১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত প্রায় ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগ নেতা মো. ওসমান বাদী হয়ে বাঁশখালী থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, বাঁশখালীর পুকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে গত ১৮ জুলাই রাতে বনাপুকুর পাড় জুনায়েদের বাদাম ফ্যাক্টরি সংলগ্ন এলাকায় সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ করে। এ সমাবেশে রাতে ককটেল নিক্ষেপ করা হয়। এ ঘটনায় মো. নাইম উদ্দিন আনসার, মো. আরিফুল ইসলামসহ ১০/১৫ কর্মী সমর্থক আহত হয় বলে জানা যায়। এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন পুকুরিয়ার হামলার ঘটনায় মামলা হয়েছে। তদন্ত করার জন্য এসআই মো. মনোয়ার হোছাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে ।

পূর্ববর্তী নিবন্ধদেশ বিরোধী চক্রকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার সুযোগ দেওয়া হবে না
পরবর্তী নিবন্ধদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে