পিতার শোকে

গোফরান উদ্দীন টিটু | বৃহস্পতিবার , ১৭ আগস্ট, ২০২৩ at ৮:৩৬ পূর্বাহ্ণ

তুমি ভালোবাস পিতাকে তোমার

আমি ভালোবাসি আমারই

আমার জন্য ভালোবাসা তোর

মামির জন্য মামারই।

পিতার জন্য কন্যা ধন্য

নয় মোটে ঠিক একথা

পুরো জাতি আজ ধন্য ধন্য

গড়ে সুনিবিড় একতা।

একাত্তরের মুক্তিযুদ্ধে

কাঁধে কাঁধ শুধু মিলিয়ে

অকুতোভয় বাঙালি বীর

জীবন দিয়েছে বিলিয়ে।

শেখ মুজিবের বজ্রকণ্ঠে

ধ্বনিত সে জয়গান

আজো যে রক্তে ধরায় আগুন

জেগে ওঠে কলতান।

একটি জাতির প্রাণসঞ্চার

শেখ মুজিবের ত্যাগে

পরাধীনতার শৃঙ্খল ভেঙে

মুক্তি উঠেছে জেগে।

তাই তো বাঙালি চিরশ্রদ্ধায়

আজকে স্মরণ করি

আগস্টে বুক ভেঙে যায় শোকে

পিতাকে যখন স্মরি।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু
পরবর্তী নিবন্ধতুমি রবে বাঙালির হৃদয়ে