পিটের পুরানো ব্যথা অনুভব করছেন তামিম

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১০ জুন, ২০২৩ at ৫:৩৪ পূর্বাহ্ণ

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট থেকে আগেই ছিটকে গিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। তার বদলে লিটন দাসের নেতৃত্বে ঘোষণা করা হয়েছে স্কোয়াড। আগামী ১৪ জুন থেকে এই টেস্ট ম্যাচ শুরু হবে। সাকিবের অনুপস্থিতিতে যখন দল নিয়ে প্রস্তুত হচ্ছিল বাংলাদেশ তখনই জানা গেল এে টেস্টে শঙ্কার মধ্যে রয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। গত বৃহস্পতিবার জাতীয় দলের অনুশীলনেও ছিলেন না তামিম। জানা গেছে, পুরোনো পিঠের ব্যথা ফিরে এসেছে তার। এজন্য এই বাঁহাতি ব্যাটার আছেন বিশ্রামে। যদিও এখনই তার খেলা নিয়ে কোনো সংশয় দেখছেন না বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, তামিমের পিঠের ব্যথাটা আবার ফিরেছে। এখনও বিশ্রামে আছে। চিকিৎসা চলছে। ম্যাচের এখনও চারপাঁচদিন বাকি আছে। খেলতে পারবে কি না এটা এখনই বলা আসলে কঠিন । এর আগে সর্বশেষ ভারতের বিপক্ষে ঘরের মাঠের সিরিজ ইনজুরির কারণে খেলতে পারেননি তামিম। এরপর ফিরেন আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট দিয়ে। আফগানদের বিপক্ষে ১৪ জুন থেকে মিরপুর টেস্টে লড়বে বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধমৃত্যুর গুঞ্জনে সাফা কবির বললেন, ‘আল্লাহর রহমতে ভালো আছি’
পরবর্তী নিবন্ধসানু স্মৃতি ফুটবলের সেমিতে নন্দনকানন ও দক্ষিণ ঢাকাখালী