পায়ে হেঁটে মুক্তিযুদ্ধের বীরগাথা জানলেন ব্রিটিশ হাই কমিশনার

| শনিবার , ৪ ডিসেম্বর, ২০২১ at ১০:৪৪ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনাগুলো পায়ে হেঁটে ঘুরে দেখলেন ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন ও তার স্ত্রী টেরিজা আলবর। গতকাল শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যায়ের বটতলায় ১৯৭১ সালের ২ মার্চ প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনের স্থান থেকে তাদের যাত্রা শুরু হয়। খবর বিডিনিউজের।
চলমান জাদুঘর নামে এ কর্মসূচিতে তাদের সঙ্গে শিক্ষক, গবেষক, লেখক, চিকিৎসক, স্থপতি, সাংবাদিক, ব্যবসায়ীসহ প্রায় ২৫ জনের একটি দল অংশ নেন। তাদের সামনে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা তুলে ধরা হয়।

পূর্ববর্তী নিবন্ধবন্দর বার্থ অপারেটর টার্মিনাল এন্ড শিপ হ্যান্ডলিং অপারেটরদের সভা
পরবর্তী নিবন্ধশিল্পজগতে লিঙ্গ ও বর্ণ বৈষম্যে গেরিলা বালিকারা