বন্দর বার্থ অপারেটর টার্মিনাল এন্ড শিপ হ্যান্ডলিং অপারেটরদের সভা

| শনিবার , ৪ ডিসেম্বর, ২০২১ at ১০:৪৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বন্দর বার্থ অপারেটর টার্মিনাল এন্ড শিপ হ্যান্ডলিং অপারেটরদের এক আলোচনা সভা ১ ডিসেম্বর নগরীর নিমতলার একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বন্দর বার্থ অপারেটর অধীনে কর্মরত উইন্সম্যান শিপ ক্রেন অপারেটরদের চাকরিতে যোগদানের তারিখ হতে গ্র্যাচুইটি বাস্তবায়নের লক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বন্দর উইন্সম্যান শিপ ক্রেন অপারেটর কল্যাণ বহুমুখী সমবায় সমিতির নির্বাচিত সভাপতি ও বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগ চট্টগ্রাম বিভাগের সভাপতি বেলাল হোসেন। সভায় প্রধান অতিথি ছিলেন ৩৬নং গোসাইলডাঙ্গা ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ মোর্শেদ আলী। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, জাতীয় শ্রমিক লীগ ডক্‌ বন্দর অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক জামাল উদ্দীন, ৩৬নং গোসাইলডাঙ্গা ওয়ার্ড যুবলীগের সভাপতি জাকির মিয়া, স্টাফ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহজাহান, জাতীয় শ্রমিক লীগ ডক বন্দর অঞ্চল কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন বাবু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মিজান, ইমাম হোসেন খোকন, আব্দুল আওয়াল বাবুল, গিয়াস উদ্দিন সবুজ, আবদুর রহিম, ইসমাইল হোসেন রুবেল, মো. হাসান, মো. ইয়াছিন, মো. দেলোয়ার, নুরুদ্দিন সেলিম, জহিরুল ইসলাম বাচা প্রমুখ। এতে বক্তারা বলেন, উইন্সম্যান ক্রেন অপারেটরদের গ্রাচ্যুইটি বাস্তবায়নের লক্ষে মালিক কর্তৃপক্ষ বন্দরের নির্দেশনা অনুযায়ী উইন্সম্যানদের তথ্য ফরম বন্দরে প্রেরণ করছে। এতে বক্তারা ভবিষ্যতে শ্রমিকদের মৌলিক অধিকার বাসস্থান বাস্তবায়ন করার জন্য একটি ডরমেটরি ভবন নির্মাণ করার জন্য কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ডা. মাসুদ পারভেজ স্মরণে ফ্রি চক্ষুশিবির
পরবর্তী নিবন্ধপায়ে হেঁটে মুক্তিযুদ্ধের বীরগাথা জানলেন ব্রিটিশ হাই কমিশনার