মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনাগুলো পায়ে হেঁটে ঘুরে দেখলেন ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডিকসন ও তার স্ত্রী টেরিজা আলবর। গতকাল শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যায়ের বটতলায় ১৯৭১ সালের ২ মার্চ প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলনের স্থান থেকে তাদের যাত্রা শুরু হয়। খবর বিডিনিউজের।
চলমান জাদুঘর নামে এ কর্মসূচিতে তাদের সঙ্গে শিক্ষক, গবেষক, লেখক, চিকিৎসক, স্থপতি, সাংবাদিক, ব্যবসায়ীসহ প্রায় ২৫ জনের একটি দল অংশ নেন। তাদের সামনে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিভিন্ন ঐতিহাসিক ঘটনা তুলে ধরা হয়।