পাহাড়ে সুদর্শন উদয়ী ধলা চোখ

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ১৪ জানুয়ারি, ২০২৩ at ৬:০০ পূর্বাহ্ণ

উদয়ী ধলা চোখ ছোট্ট এই পাখি বেশ সুদর্শন। পাহাড়ে উদয়ি ধলা চোখ প্রায়শই চোখে পড়লেও সবচেয়ে বেশি কাছে পেয়েছি পিটাছড়ায়। খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে অন্তত ১৮ কিলোমিটর দূরের গভীর অরণ্য পিটাছড়া। পিটাছড়া বন ও বন্যপ্রাণী সংরক্ষণের উদ্যোগে এখানে অন্তত ২৩ একরের প্রাকৃতিক বন রয়েছে। পুরোটায় ব্যক্তি মালিকানাধীন। ব্যক্তি উদ্যোগে ৬ বছর আগে এই প্রাকৃতিক বন সংরক্ষণের উদ্যোগ নিয়েছে পিটাছড়া বন ও বন্যপ্রাণী সংরক্ষণের উদ্যোগের প্রতিষ্ঠাতা মাহফুজ রাসেল।

পিটাছড়া ছড়ায় ঘরের লাগোয়া ছোট্ট বুনো গাছের শাখায় এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে হলুদাভ উদয়ি ধলা চোখ। খুব কাছ থেকেই একে ফ্রেমবন্দি করা গেছে। তবে যুৎসই ছবি তুলতে বেশ সময় লেগেছে। উদয়ি ধলা চোখ-বাবুনাই, চশমা পাখি, সিত নয়ন, শ্বেতার্ফী, সাদা চোখ নামেও পরিচিত। পিটাছড়ার আগে এটিকে খাগড়াছড়ি জেলা সদরের একাধিক বনেও দেখা গেছে।

পিটাছড়ায় পাখিদের অভয়ারণ্য বলা যেতে। লালপিঠ ফুলঝুরি, হরবোলা, বন মোরগ, মথুরাসহ নানা প্রজাতির পাখি চোখে পরে। উদয়ি ধলা চোখ আমাদের দেশের সর্বত্র দেখা যায়। তবে এদের বেশি দেখা যায় পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের পাখি বনে। পাখিটির ইংরেজি নাম : ‘ওরিয়েন্টাল হোয়াইট আই’, (Oriental While Eye)। আমাদের দেশের পাখি বিশারদরা নাম রেখেছেন ‘উদয়ি ধলা চোখ’। এদের পেটতল সাদা। পুরো শরীরের বড় একটা অংশ হলুদ। চোখের চারপাশে গোলাকার সাদা বৃত্ত। অনেক সময় উজ্জ্বল হলুদও দেখায়। চোখের চারপাশে গোলাকার সাদা বলয়।

সরু কালো ঠোঁট নিচ দিকে সামান্য বাঁকানো। গলার চারপাশে উজ্জ্বল হলুদ। লেজতল হলুদ। পায়ের রয কালো। স্ত্রী-পুরুষ পাখি দেখতে একই রকম। ছোট বড় গাছে এদের বিচরণ করে। তৃষ্ণার্ত পাখি পানি খেতে নীচে নেমে আসে। এপ্রিল থেকে জুন এদের প্রজনন সময়। ছোট গাছের শাখা এরা বাসা বাঁধে। ডিম পাড়ে এক থেকে দুই জোড়া। ডিম থেকে বাচ্চা ফুটতে সময় লাগে দুই সপ্তাহ।

পিটাছড়া বন ও বন্যপ্রাণী সংরক্ষণের উদ্যোগের প্রতিষ্ঠাতা মাহফুজ রাসেল বলেন, আমরা এখানে বন সংরক্ষণ করেছি পাখি বা বন্যপ্রাণী যাতে নিরাপদে থাকতে পারে। এখানকার স্থায়ী বাসিন্দা উদয়ি ধলা চোখ। সারা বছরই এদের দেখা যায়।

পূর্ববর্তী নিবন্ধগাড়িচাপা দিয়ে নারীকে টেনেহিঁচড়ে নেওয়া ঢাবি শিক্ষকের মৃত্যু
পরবর্তী নিবন্ধকাথরিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারের মামলা