মহেশখালীতে গহীন পাহাড়ে ঝিরির গর্ত থেকে হাত–পা বাঁধা অবস্থায় বিপ্লব কান্তি দে (২০) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বিকালে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নে একটি ঝিরির গর্ত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত বিপ্লব ছোট ইউনিয়নের ঠাকুরতলা হিন্দুপাড়া গ্রামের জীবন হরি পাল প্রকাশ জাপান দের পুত্র। তিনি পেশায় একজন মোবাইল মেকানিক। মহেশখালী থানার অফিসার ইনচার্জ মো. আবদুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তার অনুসন্ধান চলছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, কয়েকজন পানচাষি নিহতের লাশটি দেখতে পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান রিয়ান শিকদার ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তার পরনে কালো রঙের শার্ট এবং জিন্স প্যান্ট ছিল।
নিহতের পিতা জাপান দে বলেন, রোববার আমার এক মেয়েকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করাই। তখন সে আমার সাথে ছিল। রাত ৯টার দিকে তাকে কে বা কারা ফোন করে। ফোন পেয়ে আসছি বলে হাসপাতাল ত্যাগ করেছিল। এরপর আর ফেরেনি।
থানার অফিসার ইনচার্জ আবদুল হাই জানান, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন। কী কারণে এমন লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে তার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। পূর্বের কোনো ক্লেশ বা অন্য কোন বিষয় ছিল কিনা সেটি পর্যবেক্ষণ করছে পুলিশ। পাশাপাশি লাশ ময়নাতদন্তের জন্য কঙবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।