পাহাড়ের হাতি রাস্তায়!

টেকনাফ প্রতিনিধি | মঙ্গলবার , ২৭ জুলাই, ২০২১ at ১০:৫২ পূর্বাহ্ণ

পাহাড় থেকে টেকনাফের প্রধান সড়কে একটি বন্যহাতি নেমে এসেছে। গতকাল সোমবার রাত ১০ টার দিকে টেকনাফ পৌরসভার নাইট্যাং পাড়ায় বন বিভাগের পাশে প্রধান সড়কে অবস্থান করছে হাতিটি।
এ সময় হাতিটি সড়কের পাশের কয়েকটি গাছ ভেঙে ফেলে। এ বিষয়ে দক্ষিণ বন বিভাগ টেকনাফের রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ বলেন, ‘প্রচণ্ড বৃষ্টিতে রাতে প্রধান সড়কে একটি পাহাড়ি হাতি নেমে আসার খবর পেয়েছি। ঘটনাস্থলে পৌঁছে আমাদের লোকজন হাতিটিকে পাহাড়ের ভেতরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে।’ টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, ‘পাহাড়ি হাতিটি সড়কে নেমে আসার খবর পেয়ে বন বিভাগকে ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।’ প্রসঙ্গত, গত ২৬ জুন টেকনাফ সীমান্তে নাফনদীতে দুটি হাতির দেখা মেলে। সেদিন সন্ধ্যায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর টেকনাফ জালিয়াপাড়া প্যারাবন থেকে হাতি দুটিকে বনাঞ্চলে ঢুকিয়ে দেন দক্ষিণ বন বিভাগ টেকনাফ ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা। তবে আবার নাফ নদে নেমে আসে হাতি দুটি। পরের দিন শাহপরীর দ্বীপ এলাকার সমুদ্র সৈকত থেকে হাতি দুটিকে উদ্ধার করে টেকনাফে পাহাড়ে দিকে নিয়ে আসার সময় এগুলো আবার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যদিও দক্ষিণ বন বিভাগের কর্মকর্তারা দাবি করে আসছিলেন, হাতি দুটিকে তারা পাহাড়ে ঢুকিয়ে দিতে সক্ষম হয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধকেজিডিসিএল মহাব্যবস্থাপক ও সার্ভেয়ারের জামিন আবেদন নাকচ
পরবর্তী নিবন্ধকচু চাষে লাখপতি শতাধিক কৃষক