কেজিডিসিএল মহাব্যবস্থাপক ও সার্ভেয়ারের জামিন আবেদন নাকচ

গ্যাস সংযোগে জালিয়াতি

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৭ জুলাই, ২০২১ at ১০:৫১ পূর্বাহ্ণ

জালিয়াতির মাধ্যমে আবাসিক গ্যাস সংযোগ দেওয়ার অভিযোগে দায়ের করা দুর্নীতি মামলায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মো. সরওয়ার হোসেন ও সার্ভেয়ার মো. দিদারুল আলমের জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত। গতকাল সোমবার মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত ভার্চুয়াল শুনানির মাধ্যমে এ আদেশ দেন। এর আগে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। মহানগর পিপি ফখরুদ্দিন চৌধুরী আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। গত ৯ জুন এ দুজনসহ কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড কোম্পানির আওতাধীন ফৌজদারহাট ট্রান্সমিশন শাখার ব্যবস্থাপক মজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়। একই দিন তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়। আগের দিন দুর্নীতির এ ঘটনায় এ তিনজনসহ ৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে দুদক।
অন্য দুই আসামি হলেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেডের সাবেক মহাব্যবস্থাপক মোহাম্মদ আলী চৌধুরী ও সাবেক এক মন্ত্রীর ছেলে মুজিবুর রহমান। মামলার এজাহার থেকে জানা যায়, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তাদের সাথে যোগসাজস করে মুজিবুর রহমান তাঁর চান্দগাঁও এলাকার বাসায় নগরের হালিশহরের এম এম সালাম নামের এক ব্যক্তির নামে থাকা ১২টি দ্বৈত গ্যাসের চুলার সংযোগ নিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধনগরীতে ২১৮ মামলা ১ লাখ ২৭ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধপাহাড়ের হাতি রাস্তায়!