নগরীর পাহাড়তলী রেলওয়ে জংশন এলাকায় ট্রেনে কাটা পড়ে আনুমানিক পঞ্চাশোর্ধ অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল পৌনে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশের ওসি মো. সারওয়ার আলম জানান, পাহাড়তলী স্টেশনে এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছি। নিহতের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
রেলওয়ে সূত্র জানায়, ওই ব্যক্তির পরনে ছিল সাদা শার্ট ও সাদা রঙের চেক লুঙ্গি। দুর্ঘটনায় তার ডান পা ও বাম হাত বিচ্ছিন্ন হয়ে গেছে।