পারিবারিক আবেগের গল্প ‘মায়ায় থেকো’

| বুধবার , ১৭ নভেম্বর, ২০২১ at ১০:৫৭ পূর্বাহ্ণ

আবেগময় পারিবারিক ও ভালোবাসার গল্প নিয়ে ‘মায়ায় থেকো’ নির্মাণ করেছেন পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। নাটকটির গল্প তিনি নিজেই লিখেছেন। খবর বাংলানিউজের। সমপ্রতি নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে সিলেটের বিয়ানীবাজারে। এর গল্পে দেখা যাবে, মা ও তার আদরের ছেলে গ্রামে থাকেন। মা ঘরের বাইরে বের হলে বোরকা পরেন, মুখ ঢেকে রাখেন। মায়ের কোথাও যাওয়ার প্রয়োজন থাকলে ছেলে মোটরসাইকেল চালিয়ে তাকে নিয়ে যায়। ছেলেটির প্রেমিকা আছে। মেয়েটি সবসময় ওড়না দিয়ে মাথা ঢেকে রাখে। তার সঙ্গে ছেলের মায়ের দারুণ সম্পর্ক গড়ে ওঠে।
‘মায়ায় থেকো’তে মায়ের চরিত্রে মনিরা মিঠু অভিনয় করেছেন। তাছাড়া জুটি বেঁধেছেন মুশফিক আর. ফারহান ও সারিকা সাবরিন। রাজের পরিচালনায় সবশেষ ছয়-সাত বছর আগে ‘আমি তুমি’ নাটকে কাজ করেছিলেন সারিকা। নাকটি প্রসঙ্গে রাজ বলেন, আমেরিকা প্রবাসী আমার দুই বন্ধু খালেদ রহমান ও সুহেল আহমেদ আর সাব্বির চেয়ারম্যানের সহযোগিতায় বিয়ানীবাজারে কাজটি করেছি। তাদের উৎসাহেই মূলত সিলেটে আবারও শুটিংয়ের জন্য গেলাম। নাটকটি প্রযোজনা করেছে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রতিষ্ঠান সিনেমাওয়ালা। ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে এ বছরেই মুক্তি পাবে ‘মায়ায় থেকো’।

পূর্ববর্তী নিবন্ধদেশের আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখছে ইউসেপ
পরবর্তী নিবন্ধপরিচালক রিজু এবার নায়ক