পাপতত্ত্ব

মলিনা মজুমদার | বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:০৪ পূর্বাহ্ণ

নিকেষ কালো অন্ধকার জানালার ওপাশ;

বিদগ্ধ আত্মারা তোলে বিলাপ

কী দোষ ছিল? এ বিধ্বস্ত বিবস্ত্র অপমানে।

এ যুগের পাপ অতীতের উচ্চ শির

নত করে পদদলিতে।

হুঁশ যদি হয় মানুষে তবে

পাপেরে করে ঘৃণা পাপী পায় ক্ষমা

স্বশিক্ষিত উচ্চ মার্গে পরমআত্মায়।

পূর্ববর্তী নিবন্ধবসন্তের অপেক্ষায়
পরবর্তী নিবন্ধবুকে নিয়ে ধন্য হতাম