পাঞ্জশির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি তালেবানের

তীব্র নিন্দা ইরানের, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা এনআরএফের

আজাদী ডেস্ক | মঙ্গলবার , ৭ সেপ্টেম্বর, ২০২১ at ১২:০৭ অপরাহ্ণ

তালেবান পাঞ্জশির প্রদেশের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে বলে গোষ্ঠীটির মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ জানিয়েছেন। তবে তা অস্বীকার করে তালেবানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে প্রতিরোধ বাহিনী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্র্রন্ট (এনআরএফ)। এর আগে পাঞ্জশিরে লড়াই বন্ধে আলোচনার মাধ্যমে নিষ্পত্তি মেনে নেওয়ার জন্য ধর্মীয় আলেমরা আহ্‌বান জানালেও তা প্রত্যাখ্যান করেছে তালেবান। এদিকে পাঞ্জশির উপত্যকায় তালেবানের সামরিক আক্রমণের ‘তীব্র নিন্দা’ করেছে ইরান। ইসলামপন্থি গোষ্ঠী তালেবান তিন সপ্তাহ আগে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পরও প্রতিরোধ বাহিনীগুলো পর্বতে ঘেরা পাঞ্জশির উপত্যকা থেকে প্রতিরোধ চালিয়ে যাচ্ছিল। এই একটিমাত্র প্রদেশ তালেবানের নিয়ন্ত্রণের বাইরে ছিল। এখন এই প্রদেশটিও তাদের নিয়ন্ত্রণে এসে গেছে বলে গতকাল সোমবার দাবি করলেন জাবিহউল্লাহ মুজাহিদ। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিতে তালেবান যোদ্ধাদের পাঞ্জশিরের গর্ভনর কম্পাউন্ডের গেইটের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। কিন্তু তালেবানবিরোধী বাহিনী এনআরআফ বলছে, তারা পাঞ্জশিরের সব কৌশলগত অবস্থানগুলোতে রয়েছে। তালেবানের বিরুদ্ধে তারা লড়াই চালিয়ে যাবে। আলোচনার মাধ্যমে নিষ্পত্তি মেনে নেওয়ার জন্য ধর্মীয় আলেমরা আহ্‌বান জানালেও তা প্রত্যাখ্যান করেছে তালেবান। তবে ধর্মীয় আলেমদের এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছিলেন এনআরএফএ প্রধান আহমদ মাসুদ। তালেবান পাঞ্জশির ও আনদারাবে (প্রতিবেশী বাগলান প্রদেশের জেলা) তাদের সামরিক তৎপরতা ও আক্রমণ বন্ধ করবে; এই শর্তে এনআরএফ স্থায়ী শান্তিতে পৌঁছানোর জন্য লড়াই বন্ধ করতে প্রস্তুত আছে বলে এক ফেইসবুক পোস্টে জানিয়েছিলেন মাসুদ।

পূর্ববর্তী নিবন্ধগাদ্দাফি পুত্র সাদিকে মুক্তি দিয়েছে লিবিয়া
পরবর্তী নিবন্ধমর্তুজা বেগম