গাদ্দাফি পুত্র সাদিকে মুক্তি দিয়েছে লিবিয়া

| মঙ্গলবার , ৭ সেপ্টেম্বর, ২০২১ at ১২:০৬ অপরাহ্ণ

লিবিয়ার নিহত সাবেক নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফিকে মুক্তি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। লিবিয়ার সরকারি একটি সূত্র ও ঐক্য সরকারের একটি সূত্র রোববার বার্তা সংস্থা রয়টার্সকে এ খবর জানিয়েছে। খবর বিডিনিউজের। ২০১১ সালে লিবিয়ায় নেটো জোট সমর্থিত এক অভ্যুত্থানে মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত ও নিহত হন। ওই সময় সাদি প্রতিবেশী নাইজারে পালিয়ে যান, কিন্তু ২০১৪ সালে তাকে লিবিয়ার কাছে সমর্পণ করা হয় আর তারপর থেকে তিনি ত্রিপোলিতে বন্দি ছিলেন। মুক্তি পাওয়ার পরপরই সাদি বিমানযোগে ইস্তাম্বুল চলে গেছেন বলে সরকারি সূত্রটি রয়টার্সকে জানিয়েছেন। গাদ্দাফি জমানার অবসানের পর থেকেই লিবিয়া বিশৃঙ্খলা, বিভক্তি ও সহিংসতায় জর্জরিত হয়ে আছে। শান্তি প্রতিষ্ঠার চেষ্টায় মার্চে দেশটিতে জাতীয় ঐক্য সরকার স্থাপিত হয়। এই সরকারের অধীনে ডিসেম্বরে দেশটিতে নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসুড়ঙ্গপথে ইসরায়েলের কারাগার থেকে পালালেন ৬ ফিলিস্তিনি
পরবর্তী নিবন্ধপাঞ্জশির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি তালেবানের