পাখি

আবু মুসা চৌধুরী | শুক্রবার , ২৪ মার্চ, ২০২৩ at ৬:৩৮ পূর্বাহ্ণ

একটি পাখির উড়াল ছিলো

একটি ভাঙা ডালে,

ক্ষতডানার ঝাপটা দিলো

মহামারির কালে।

ওই পাখিটা শোলার পাখি

ওই পাখিটা লৌহ,

জলের মায়ায় বাঁধলো রাখি,

ও পাখি তুই, বৌহ।

ভূমণ্ডলের অসুখ তখন

সঙ্গনিরোধ সখ্য,

মনে মনে সঘনগহন্‌

বক্ষব্যথার পক্ষ!

একটি পাখি রুগ্ন ডানা

নিজেই নিজে রুগ্ন,

খুঁটে খুঁটে খুঁদের দানা

ক্ষুধার দুপুর লগ্ন!

ও বিষণ্না, হিংস্রময়ী

মুখমুখোশের আভা

ও হিরামন, কষ্টজয়ী

অগ্নিগিরির লাভা!

পূর্ববর্তী নিবন্ধসূর্যের ডানা
পরবর্তী নিবন্ধশামসুল আরেফীনের ‘চট্টগ্রাম জেলার সাহিত্য ও সংস্কৃতি’