পাঁচ ক্রিকেটারকে ধরে রেখেছে বাংলা টাইগার্স

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ২১ সেপ্টেম্বর, ২০২১ at ১০:৫৯ পূর্বাহ্ণ

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আবুধাবীতে বসতে যাচ্ছে টি-টেন ক্রিকেটের আরো একটি আসর। এই টুর্নামেন্টে গত দুই আসরে অংশ নিয়েছিল বাংলাদেশের দল বাংলা টাইগার্স। এটি মুলত চট্টগ্রামেরই দল। কারন এই দলটির মালিক চট্টগ্রামেরই শিল্পপতি ইয়াছিন চৌধুরী। গত দুই আসরে বাংলা টাইগার্স নিজেদের সামর্থের প্রমান দিয়েছে মাঠে। বিশ্বের নামি-দামি সব ক্রিকেটার খেলেছে এই দলে। এবারের আসরে আরো শক্তিশালী হয়ে নামছে বাংলা টাইগার্স। এরই মধ্যে দলের আইকন ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিসকে দলভুক্ত করেছে দলটি। তার হাতে থাকবে দলের অধিনায়কের দায়িত্ব। দলে নিয়েছে বিশ্বের নামি-দামি সব তারকা কোচিং স্টাফ। যেখানে রয়েছে স্টুয়ার্ট ল, শন টেইট এবং পল নিঙনের মত নাম। এবার গত আসরের পাঁচ তারকা ক্রিকেটারকে রেখে দেওয়া নিশ্চিত করেছে বাংলা টাইগার্স। তারা হলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার এবং চার্লস জনসন। এছাড়া শ্রীলংকান অল রাউন্ডার ইসুরু উদানা, আফগান লেগ স্পিনার কাইস আহমেদ আবং সংযুক্ত আরব আমিরাতের সহ অধিনায়ক চিরাগ সুরিকে দলে রেখে দিয়েছে বাংলা টাইগার্স। যেহেতু এই টুর্নামেন্ট শুরুর দিনই শুরু হবে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ তাই হয়তো বাংলাদেশের সেরা কোন ক্রিকেটারকে পাবেনা বাংলা টাইগার্স। তারপরও হয়তো চেষ্টা চালাবেন দলটির মালিক । ইয়াছিন চৌধুরী জানান এবারে তার লক্ষ্য সেরা হওয়া। তাই শিরোপা জেতার জন্য সব করবে তার দল। গত আসরে প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারলেও এবারে সে হতাশা থেকে বের হয়ে আসতে চায় বাংলার প্রতিনিধি বাংলা টাইগার্স। টুর্নামেন্টে বাংলা টাইগার্সের অংশ গ্রহনে আরব আমিরাতে বাংলাদেশের যে ইমেজ বেড়েছে সেটাকে আরো উপরে নিয়ে যেতে চান তিনি বাংলা টাইগার্সের সাফল্য অর্জনের মধ্য দিয়ে।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ৭৫.৭৬ কোটি টাকা
পরবর্তী নিবন্ধবিশ্বকাপ মিশনে ৩ অক্টোবর ওমান যাবে বাংলাদেশ দল