পাঁচলাইশে চুরি যাওয়া মোটরসাইকেল কক্সবাজারে উদ্ধার, গ্রেপ্তার ১

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৫ জুন, ২০২২ at ৬:০৫ পূর্বাহ্ণ

নগরীর পাঁচলাইশে চুরি যাওয়া একটি মোটরসাইকেল কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় সাব্বির হোসাইন প্রামাণিক সজীব (১৯) নামে মোটরসাইকেল চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে পিবিআইয়ের চট্টগ্রাম (মেট্রো) ইন্সপেক্টর আবু জাফর মোহম্মদ ওমর ফারুক আজাদীকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় মহেশখালী থানার ৩ নম্বর কালারমার ছড়া ইউনিয়নের মাইজপাড়া এলাকা থেকে সজীবকে (১৯) গ্রেপ্তার করা হয়। সে একই এলাকার কফিল উদ্দিনের ছেলে। এ মামলায় অভিযুক্ত অন্যান্য আসামিরা হলেন, চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মো. জাফর আলমের ছেলে মোহাম্মদ ছোটন (২২) ও মৃত বজল আহমদের ছেলে মো. জুনাইদ (৩৫)।

ইন্সপেক্টর ফারুক আরো জানান, গত ২০ মে রাতে মো. কলিম উদ্দিন সুজুকি ব্র্যান্ডের একটি মোটরসাইকেল নগরীর পাঁচলাইশ থানার আতুরার ডিপো সংলগ্ন ফয়সাল মোটর্সে মেরামতের জন্য দেন। ওই দিন রাত সাড়ে ১০ টায় তিনি মোটরসাইকেল নেওয়ার জন্য ওই দোকানে যান। কিন্তু তিনি দোকানে গাড়ি না পেয়ে খুঁজতে থাকেন। এক পর্যায়ে কলিম উদ্দিন জানতে পারেন দোকানের কর্মচারী সাকিবসহ বেশ কয়েকজন মোটরসাইকেল চুরি করে পালিয়ে গেছে। মোটরসাইকেল চুরির পর ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে মামলা তদন্তভার পড়ে পিবিআইয়ের হাতে। তদন্তের এক পর্যায়ে আসামি সাকিব ফেসবুকের ম্যাসেঞ্জারে মোটরসাইকেলটি কক্সবাজার জেলার মহেশখালীতে আছে বলে জানান। পরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আসামি সাব্বির হোসাইনের কাছ থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

সাব্বিরকে গ্রেপ্তারের পর পিবিআই জানায়, মোটরসাইকেলটি চুরির পর ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে রিদুয়ানুল ইসলামের কাছে ৫৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। তিনি রিদুয়ানুলকে গাড়িটি বিক্রির আগে ট্যাম্পারিং অবস্থায় পাওয়ার কথা জানিয়ে নিজেই মেরামতের কাজ করেছেন বলেও জানান। এরপর মোটরসাইকেলের মালিক মো. কলিম উদ্দিন পাঁচলাইশ থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধঔষধি গুণ ও অর্থনৈতিক কারণে বাঁচাতে হবে রাজকাঁকড়াকে
পরবর্তী নিবন্ধস্কুলের কাজে জং ধরা রড!