পাঁচলাইশে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হামলা

আজাদী প্রতিবেদন | রবিবার , ১২ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৩৯ পূর্বাহ্ণ

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় এক নারী ও তার পরিবারের সদস্যরা সন্ত্রাসীদের হামলার স্বীকার হয়েছেন। এ বিষয়ে পাঁচলাইশ থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগে জানা যায়, রিনু বেগম চৌধুরীর স্বামী প্রবাসে থাকেন। তিনি দুই সন্তান নিয়ে বাপের বাড়ি পাঁচলাইশ থানাধীন বহদ্দারহাট কালারপুল এলাকায় খাজা গরীবে নেওয়াজ ভবনে বসবাস করেন। চার পাঁচ মাস ধরে স্থানীয় সন্ত্রাসীরা তাঁকে আসা যাওয়ার পথে ইভটিজিং করতো। বিষয়টি তিনি পরিবারের সদস্যদের জানান। তারা স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেন। গত ১০ সেপ্টেম্বর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের এ ব্যাপারে সাবধান করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রিনু বেগম চৌধুরীর পথ রোধ করে তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত করে। খবর পেয়ে পরিবারের সদস্যরা এগিয়ে এলে সন্ত্রাসী নাছির, সুমন, ওয়াসিম, জামাল, মাহতাবসহ অন্যান্যরা তাদের মারধর করে।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) কামাল উদ্দিন আজাদীকে জানিয়েছেন, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে ঘটনার সত্যতা পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধবঙ্গবন্ধু, চট্টগ্রাম সমিতি-ঢাকা এবং মুশতাকের নানা কথা
পরবর্তী নিবন্ধকর্ণফুলী লায়ন্স ক্লাবের খাবার ও মাস্ক বিতরণ