পাঁচলাইশের তাহেরাবাদে দিনদুপুরে চুরি

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২১ at ১২:২৫ অপরাহ্ণ

নগরীর পাঁচলাইশ থানাধীন তাহেরাবাদ আবাসিক এলাকায় দিনদুপুরে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকাল সোয়া ৯টা থেকে বিকেল চারটার মধ্যে এ ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন ঘটনায় ক্ষতিগ্রস্ত মুইজউদ্দিন। তার লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও থানায় কোন মামলা রেকর্ড হয়নি। এব্যাপারে অভিযোগকারী মুইজউদ্দিন বলেন, ‘আমরা বাসায় ব্যাচেলর হিসেবে থাকি।
সকালে বাসা থেকে কাজে বের হয়ে যাই। এসময় কাজের বুয়াও সাড়ে ১০টার দিকে রান্না সেরে বের হয়ে যান। বিকেল সোয়া চারটার দিকে খবর পাই, বাসা চুরি হয়েছে।’
তিনি বলেন, ‘সকাল সাড়ে ১০টার পর থেকে দিনের যেকোন সময়ে চোরেরা বাসার তালা কেটে ঢুকে আমাদের দুইটি আলমিরাতে রক্ষিত ২৩ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। আমরা পাঁচলাইশ থানায় গিয়েছিলাম। থানা পুলিশ লিখিত অভিযোগ দিতে বলেছেন। পরে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন।
এব্যাপারে ঘটনাস্থল পরিদর্শন করা পাঁচলাইশ থানার এসআই সাইফুল ইসলাম দৈনিক আজাদীকে বলেন, ‘চুরির অভিযোগ পাওয়ার পর আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’ তবে মামলা দায়ের হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘মামলা হচ্ছে না, বিষয়টি আমরা দেখছি।’

পূর্ববর্তী নিবন্ধনিপীড়ন থেকে আত্মরক্ষার কৌশল শিখল ৪১৭ নারী
পরবর্তী নিবন্ধনারীদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়