পহেলা বৈশাখ

আল আমিন মুহাম্মাদ | বুধবার , ১৩ এপ্রিল, ২০২২ at ৭:৫৬ পূর্বাহ্ণ

ফড়িং ঘাসে ডিগবাজি দেয়
গায় পাখিরা শাখে
হাওয়ার সাথে পুলক খেলে
উর্মিমালার ঝাঁকে।

ফুলের মধু লুট করে মৌ
পরাগ মাখে গায়ে,
মাঝি সুরের ঢেউ তুলেছে
বাদাম-অলা নায়ে।

মহাজনের খাতায় চাষি
লিখে নতুন নাম
পুলক-প্রীতি আনল বয়ে
হালখাতার ওই খাম।

কুটুম এসে বাড়ি-বাড়ি
মিষ্টি হাতে করে
পান্তা-ইলিশ খেয়েটেয়ে
নতুন বছর বরে।

পহেলা এই বোশেখ দিনে
চারদিকে কী হর্ষ!
অতীত ভুলে রঙিন স্বপ্নে
সাজাও নববর্ষ।

পূর্ববর্তী নিবন্ধহাকুমাকু
পরবর্তী নিবন্ধএসেছে বৈশাখ