পল্লবীতে আওয়ামী লীগ নেত্রী খুন স্বামী গ্রেপ্তার

| রবিবার , ২৫ এপ্রিল, ২০২১ at ৬:১১ পূর্বাহ্ণ

রাজধানীর পল্লবীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। নিহত উমামা বেগম কনক (৪০) আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য। তার স্বামী ওমর ফারুককে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার ভোর পৌনে ছয়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কনকের মৃত্যু হয় বলে পল্লবী থানার ইন্সপেক্টর (তদন্ত) আবু সায়িদ আল মামুন জানিয়েছেন। শুক্রবার রাত পৌনে ১২টায় পল্লবী থানার মিরপুর ডিওএইচএসে কনক দম্পত্তির বাসায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত কনককে উদ্ধার করে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। খবর বিডিনিউজের।
পল্লবী থানার ইন্সপেক্টর মামুন নিহতের বোন জামাইকে উদ্ধৃত করে বলেন, ওমর ফারুক দীর্ঘদিন জাপানে ছিলেন। দেশে এসে ব্যবসা-বাণিজ্য শুরু করেন। পারিবারিক কলহে ফ্ল্যাট নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রাতে কনককে বটি দিয়ে কুপিয়ে আহত করেন ফারুক। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আজ ( গতকাল) সকালে মারা যান তিনি। মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। ওমর ফারুকের বিরুদ্ধে পল্লবী থানায় হত্যা মামলা করা হয়েছে। মামুন বলেন, আসামীকে জিজ্ঞাসাবাদে আরো তথ্য জানা যাবে। তাকে রিমান্ডে নেয়ার প্রক্রিয়া চলছে। কনকের বাড়ি নরসিংদী সদর উপজেলায়। এই দম্পত্তির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধড্রয়ের পথে ক্যান্ডি টেস্ট
পরবর্তী নিবন্ধবন্দর দিবস আজ