পলিথিন ব্যাগে পণ্য বিক্রি, ৯ জনকে জরিমানা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৩ জানুয়ারি, ২০২২ at ১১:৫৩ পূর্বাহ্ণ

নগরের কর্নেলহাটে রাস্তা ও ফুটপাতের উপর নির্মাণ সামগ্রী রেখে পথচারীর চলাচল বিঘ্ন ঘটানো এবং পলিথিন ব্যাগে পণ্য বিক্রি করায় নয়জনকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর আজাদীকে বলেন, পলিথিন ব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কর্নেল হাটে বিভিন্ন দোকান মালিক পলিথিন ব্যাগে পণ্য বিক্রি করছিল। এছাড়া ফুটপাত দখল করে নির্মাণ সামগ্রী রেখে ব্যবসা করে জনদুর্ভোগ সৃষ্টি করছিল কয়েকজন ব্যবসায়ী। তাদের জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসিকিউর অর্কিডের নির্মাণ কাজের উদ্বোধন
পরবর্তী নিবন্ধশীতার্তদের সহায়তায় এগিয়ে আসুন