পলিথিন উৎপাদন ও ব্যবহার বন্ধ করতে হবে

পূর্বার গোলটেবিল বৈঠকে বক্তারা

| শনিবার , ১২ মার্চ, ২০২২ at ১০:২৪ পূর্বাহ্ণ

নগরীর থিয়েটার ইনস্টিটিউটে পূর্বার উদ্যোগে ‘পলিথিনে বিপর্যস্ত পরিবেশ : আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক গতকাল সাবেক চসিক কাউন্সিলর আবিদা আজাদের মূল প্রবন্ধ উপস্থাপনের মধ্য দিয়ে শুরু হয়। পূর্বার সভাপতি প্রকৌশলী সনাতন চক্রবর্তী বিজয়ের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে অতিথি ছিলেন উপ সচিব ও পরিবেশ অধিদপ্তরের পরিচালক হিল্লোল বিশ্বাস, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিঃ উপ পুলিশ কমিশনার কামরুল হাসান, স্থপতি আশিক ইমরান, জেলা সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা আশরাফ উদ্দিন, সিটি কর্পোরেশনের নগর পরিকল্পনা বিভাগের কর্মকর্তা রফিকুল আলম, প্রকৌশলী মোহাম্মদ আলী, ইউএনডিপির শহর ব্যবস্থাপক সরোয়ার হোসেন খান, লেখক ও গবেষক খন রঞ্জন রায়, প্রবীণ সংস্কৃতিজন শওকত আলী সেলিম, কথাসাহিত্যিক মুশফিকুর রহমান, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সদরুল আমিন, সঞ্চিতা বড়ুয়া, লিটন চৌধুরী, মৃত্যুঞ্জয় সেনগুপ্ত, সিদ্দিকুল ইসলাম, মোহন উদ্দিন, এডভোকেট নিশু চৌধুরী, নেছারুল ইসলাম, তূর্জয় দাশ, আকবর হোসেন, শেখ রাসেল, তানভীর হোসেন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, উৎকৃষ্ট মানের পাটের অন্যতম উৎপাদক হিসেবে বাংলাদেশ পাটের সৃষ্টিশীল ব্যবহারের মাধ্যমে পলিথিনের ব্যবহার হ্রাস করতে পারে। নাগরিক অবস্থান থেকে পলিথিনকে বর্জন করা গেলে পলিথিনের পুনরুত্থান রোধ করা সম্ভব হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ার বেতাগীর কুতুব শরীফ দরবারে মাহফিল
পরবর্তী নিবন্ধনালাপাড়া দরবারে জিলানীতে মিলাদ মাহফিল