পলাতক আসামির যাবজ্জীবন

১২ বছর আগে ধর্ষণ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৩ ডিসেম্বর, ২০২০ at ১০:২১ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালীতে ১২ বছর আগে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় সাদ্দাম হোসেন নামে পলাতক এক আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড রায় দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সাথে ট্রাইব্যুনাল আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ডের দেন। গতকাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মশিউর রহমান খান পলাতক আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেছেন বলে আজাদীকে জানান ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট জেসমিন আক্তার।
সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাদ্দাম হোসেন কোতোয়ালী আশরাফ আলী রোডের মো. কাসেমের ছেলে। ২০০৮ সালে ধর্ষণে অভিযুক্ত সাদ্দামের বয়স তখন ছিল ১৮ বছর। অ্যাডভোকেট জেসমিন আক্তার বলেন, ট্রাইব্যুনালে আসামি সাদ্দাম হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণিত করতে পারায় বিজ্ঞ বিচারক আসামিকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন। একই সাথে ট্রাইব্যুনাল আসামির বিরুদ্ধে আরোপিত অর্থদণ্ড ভিকটিমকে ক্ষতিপূরণ হিসেবে প্রদানের আদেশ দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধভাসানচরে যেতে রাজি রোহিঙ্গারা
পরবর্তী নিবন্ধসড়কে উঁচু ম্যানহোল বাড়ছে দুর্ঘটনা