গতবারের মতো এবারের ঈদের আনন্দ ম্লান করে দিয়েছে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস। এখনো সারাদেশের মানুষের মধ্যে করোনার ভয়াবহ আতঙ্ক বিরাজ করছে। ঈদের আনন্দ আমেজ সব কিছুই যেন স্থবির করোনা পরিস্থিতি কারণে। করোনার কারণে বসছে না জমজমাট পশুর হাট। করোনার কারণে এবারের ঈদও পালন করা হবে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে।
করোনার সংক্রমণ এড়াতে ঈদ উৎযাপনে আমাদের একটু বাড়তি সচেতনতা অবলম্বন করতে হবে। আমাদের সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। স্বাস্থ্যবিধি মানায় অবহেলা হলে করোনার ভয়াবহতা বেড়ে যাবে দ্বিগুণ। তাই সুরক্ষিত থাকতে হলে সবসময় মাস্ক পড়তে হবে, হ্যান্ড সেনিটাইজার ব্যবহার করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে।
পবিত্র ঈদুল আজহায় সারাদেশে পশু কুরবানির কারণে পরিবেশের পরিচ্ছন্নতা রক্ষা করা একটি সমস্যা হয়ে ওঠে। তাই সবার উচিত যেখানে সেখানে পশু জবাই করার প্রবণতা ত্যাগ করা। কুরবানির পর পশুর রক্ত, মলমূত্র, হাড় ইত্যাদি ধুয়ে মুছে পরিষ্কার করা। সিটি কর্পোরেশন ও পৌরসভা গুলোকে বাড়তি দায়িত্ব পালন করতে হবে আন্তরিকতার সাথে। তবে মনে রাখা উচিত নিজ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার।











