স্রষ্টার পানে

রূপক কুমার রক্ষিত | মঙ্গলবার , ২০ জুলাই, ২০২১ at ৭:০৩ পূর্বাহ্ণ

দূর আকাশে উঠেছে দেখ ঐ
মহান ঈদের চাঁদ,
সকলে মিলে হেসে কোলাহলে,
নেব আনন্দের স্বাদ।
কতদিন হলো হয়না যাওয়া
কোন আত্মীয়ের বাড়ী,
আসে না কেউ বেড়াতে এখন
মনটা বেজায় ভারী।
মনের ভিতরে উঁকিঝুঁকি মারে
লুকানো রঙিন ভাবনা,
স্বপ্নের রঙে আঁকব এবার
ঈদের আনন্দ আলপনা।
দিকে দিকে ভীষণ ভয়ের আতংক
করোনা জীবনগ্রাসী,
ছিনিয়ে নিয়েছে সব সুখ অনুভূতি
নীরব সর্বনাশী।
বাঁচার তাগিদে ভয়ে ভয়ে মানুষ
দূরে দূরে বন্ধু স্বজন,
অপারগতায় অসহায় রহে
সামাজিক মমতার বন্ধন।
চারিধারে যবে হাহাকার রব
নিঠুর নির্দয় রোদন,
পবিত্র ভুবনে স্নিগ্ধতা সাথে
ঈদ-উল-আজহার আগমন।
নূতন কাপড়ে সাজবো সকলে
দাঁড়াব নামাজে ঈদগাহে,
মহাধুমধামে হবে পশু কোরবানি
ধর্মীয় রীতির প্রবাহে।
পশু নয় ওহে, স্রষ্টার পানে হবে
মানুষের প্রিয় কিছু বিসর্জন,
সত্য, সুন্দর ত্যাগের মহিমায়
ধন্য এ মানব জীবন।
নির্মমতায় ক্রোধ-হানাহানি
কুবাসনার অশুভ ইচ্ছা,
কু-রিপু সকলি নির্মূলে তাড়াতে
কোরবানির মহান শিক্ষা।
করোনার কালে কোরবানির দিনে
করি কায়মনে মুনাজাত,
পশু ভাব ছেড়ে মানবের হিতে
বাড়াতে মানবিক হাত।

পূর্ববর্তী নিবন্ধবেতারের জনক : গুলিয়েলমো মার্চেজ মার্কনি
পরবর্তী নিবন্ধপরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের সবার