পরস্পর বিদ্বেষে বিপর্যস্ত হয় সর্বোত্তম সম্পর্ক

জবাশ্রী দাশ গুপ্তা | সোমবার , ১৮ অক্টোবর, ২০২১ at ৮:০৫ পূর্বাহ্ণ

সবার সাথে মিষ্টি কথা বলে সারাক্ষণ, এটা সেটা হাজারটাতে ভুলায় আগে মন। কাঁধের পরে হাত রেখে হিতৈষীর খোলসে, পরের মন জয় করে নেয় দারুণ অনায়াসে। তোমার কাছে গিয়ে ঠেসে বসে সুযোগ বুঝে, আমার নামে কুৎসা রটার ফাঁক ফোঁকর খুঁজে। যেই না পেলো একটুখানি কথার ফাঁকে ফাঁক/ সত্যটাকে উল্টেপাল্টে রটিয়ে সাজে চালাক। তোমার নামে মিথ্যা বলতে থাকে না তাতে আপত্তি, পরের মনটা বিগড়ে দিতেই তার বা তাদের আসক্তি। এক সত্যে চার মিথ্যা ঢেলে সাজায় কথার ভাণ্ড, আবোল তাবোল বলে করে জ্ঞাতিত্ব খণ্ড বিখণ্ড। আমার কথা তোমায় আর তোমার কথা আমায়, কৌশলে বলে নোংরা করে পরিবার,সমাজ কর্দমায়। নিজের অবস্থান এভাবে করে কৌশলে পাকাপোক্ত, কু স্বভাবে নিজেরে রাখে স্বার্থ চরিতার্থে সম্পৃক্ত। চোখলখুরীতে নষ্ট হয় ভ্রাতৃত্ববোধ, সমপ্রীতি, পাল্টে যায় সৌন্দর্য, মাধুর্যে গড়া রূপরীতি, হিংসা বিবাদ শত্রুতা বাড়ে সৃষ্টি হয় বিতর্ক/ পরস্পর বিদ্বেষে বিপর্যস্ত হয় সর্বোত্তম সম্পর্ক।

পূর্ববর্তী নিবন্ধআমরা বাঙালি এটাই হোক পরিচয়
পরবর্তী নিবন্ধশেখ রাসেলের জন্য একরাশ ভালোবাসা