পরমাণু চুক্তির আলোচনা শেষ প্রান্তে বন্দি বিনিময়ে প্রস্তুত ইরান

| বৃহস্পতিবার , ২৪ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৩৭ পূর্বাহ্ণ

পারমাণবিক কর্মসূচিতে লাগাম টানার বিনিময়ে ইরানের ওপর থাকা নিষেধাজ্ঞা শিথিলে ২০১৫ সালে হওয়া চুক্তি পুনরুজ্জীবনের আলোচনা শেষের কাছাকাছি বলে জানিয়েছেন রাশিয়ার এক দূত। চুক্তি নিয়ে আলোচনা শেষ হওয়ার পাশাপাশি খুব শিগগিরই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বন্দি বিনিময়ও হতে পারে বলে আলোচনা ঘনিষ্ঠ বেশ কয়েকটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে। খবর বিডিনিউজের।
জেসিপিওএ পুনরুজ্জীবনের আলোচনা শেষের লাইন অতিক্রম করতে যাচ্ছে বলেই মনে হচ্ছে, ২০১৫ সালে হওয়া চুক্তি জয়েন্ট কমিপ্রহেনসিভ প্ল্যান অব অ্যাকশনের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে টুইটারে এমনটাই লিখেছেন রুশ দূত মিখাইল উলিয়ানভ।
ইরান পরমাণু চুক্তি নামে পরিচিত চুক্তিটি পুনরুজ্জীবনে ভিয়েনায় বিশ্ব শক্তিগুলোর সঙ্গে তেহরানের কয়েক মাসের আলোচনার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তি আকার নিতে যাচ্ছে বলে রয়টার্স কয়েকদিন আগেই তাদের অন্য এক প্রতিবেদনে বলেছিল। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের তখনকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেসিপিওএ থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনার পাশাপাশি ইরানের ওপর ফের ব্যাপক নিষেধাজ্ঞা দিয়েছিলেন।

পূর্ববর্তী নিবন্ধল্যাভরভের সঙ্গে বৈঠক বাতিল করলেন ব্লিনকেন
পরবর্তী নিবন্ধরাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা