‘পদাতিক’-এ সত্যজিতের কণ্ঠ এআই দিয়ে সৃজিতের চমক

| সোমবার , ৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ৭:৪৭ পূর্বাহ্ণ

বাংলা সিনেমায় নতুন চমক নিয়ে আসছেন কলকাতার নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়। প্রখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেনকে নিয়ে সৃজিতের আগামী সিনেমা ‘পদাতিক’এ ডাবিংয়ের কাজে ব্যবহার হচ্ছে এআই প্রযুক্তি। ‘পদাতিক’ প্রয়াত চলচ্চিত্রকার মৃণাল সেনেরই বায়োপিক, যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী। সিনেমায় কিংবদন্তী নির্মাতা সত্যজিৎ রায়ের চরিত্রে থাকছেন কলকাতার অভিনেতা জিতু কমল। প্রথাগত পদ্ধতিতে ডাবিং না করে ‘পদাতিকে’ সৃজিত ব্যবহার করছেন এআই প্রযুক্তি। সত্যজিৎ রায়ের কণ্ঠের নমুনা দিয়ে করা হয়েছে এই কাজটি। খবর বিডিনিউজের। কিছুদিন আগে ‘পদাতিক’ সিনেমার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়, যেখানে দুই প্রখ্যাত চলচ্চিত্রকার মৃণাল সেন ও সত্যজিৎ রায়কে ডুবে থাকতে দেখা গেছে আড্ডায়। গত বছর লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে ‘পদাতিক’ এর প্রিমিয়ার হয়। এছাড়া কেরালার একটি চলচ্চিত্র উৎসবের জন্যও নির্বাচিত হয় সিনেমাটি। বায়োপিকে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে দেখা যাবে পশ্চিমবঙ্গের অভিনেত্রী মনামী ঘোষকে।

পূর্ববর্তী নিবন্ধবইমেলায় কনকচাঁপার আত্মজীবনীমূলক গ্রন্থ
পরবর্তী নিবন্ধআবারও যুক্তরাষ্ট্রে শাকিব খান