পথ

রিজোয়ান মাহমুদ | রবিবার , ২১ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:৩০ পূর্বাহ্ণ

পথ শেখালো পথের ক্ষত
আমি শুধু দু’পা ধার দিয়েছি পথ – কে
পথ বললো, যে তুমি হাঁটতে শেখোনি
আমি সারাজীবন তোমাকে হাঁটা শেখালাম
হাঁটতে হাঁটতে পাহাড় চূড়ায়
কী সুন্দর তল – অবতলের পৃথিবী
আত্মহত্যা আরও খানিক সুন্দর।
ফিরতি পথের ক্রন্দনে বন ‘গাঁ, উচ্চারিত –
যে পথকে শুইয়ে থাকতে দেখেছ, এ – তার
নিয়তি ও পাপ
তুমি ভীরু, কাপুরুষ
আগামী একশ বছর হেঁটেও
কখনো বাড়ি পৌঁছুতে পারবে না।

পূর্ববর্তী নিবন্ধস্বপ্নের মাঝে আর স্বপ্ন নেই
পরবর্তী নিবন্ধসন্ধ্যা সাগরের নোনা হাওয়া